দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ইশরাক হোসেন

ঢাকা, ২২ মে ২০২৫ — অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি দলের নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান।

স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন, “আন্দোলনকারী ভাইদের বলবো, এইসব মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলেছে, লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।”

এদিকে একইদিন হাইকোর্টে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেওয়া হয়েছে। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে তার শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই।

ইশরাক হোসেনের শপথ দাবি করে তার সমর্থকরা গত কয়েকদিন ধরে কাকরাইলসহ বিভিন্ন এলাকায় আন্দোলন চালিয়ে আসছেন। হাইকোর্টের রায়ের পর ধারণা করা হয়েছিল আন্দোলন শান্ত হতে পারে। তবে আদালতের আদেশে উচ্ছ্বাস প্রকাশ করলেও আন্দোলনরত নেতাকর্মীরা জানিয়েছেন, উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।

এর আগেও কাকরাইল এলাকায় দেওয়া এক বক্তব্যে বিএনপি নেতা ইশরাক হোসেন উভয় উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *