
গাজা, ১ জুলাই — নতুন করে ইসরায়েলি বিমান ও স্থল হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও রক্ত ঝরেছে। মঙ্গলবার (১ জুলাই) ভোর থেকে চালানো এসব হামলায় অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল থেকে ১১৬টি মরদেহ ও ৪৬৩ জন আহত ব্যক্তিকে গ্রহণ করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।
হামাসের সঙ্গে ১৮ মার্চ ঘোষিত অস্ত্রবিরতি ভঙ্গের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৩১৫ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ২২ হাজার ৬৪ জন।
এছাড়া, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় মোট ৫৬ হাজার ৬৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ১০৫ জন।
চলমান এই হামলা ও সহিংসতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, তবে তা সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।