স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে গণতন্ত্রের সম্ভাবনা উন্মুক্ত হয়েছে: মির্জা ফখরুল

ঢাকা, ১ জুলাই — বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে দেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।”

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননায় এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “বিএনপি সত্যিকারের পরিবর্তনে বিশ্বাস করে বলেই বহু আগেই রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘোষণা দিয়েছে। অথচ এখন বলা হচ্ছে বিএনপি নাকি সংস্কারে বিশ্বাস করে না—এটা সম্পূর্ণ প্রোপাগান্ডা। শুধুমাত্র বিএনপিকে দোষারোপ করলে জাতীয় ঐক্য গড়া সম্ভব নয়।”

গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে বিএনপির অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, “জুলাই সনদের প্রস্তাব বিএনপিই প্রথম দিয়েছিল। এখন সরকারের দায়িত্ব সেটিকে সামনে নিয়ে আসা। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না।”

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপি আন্দোলন করেছে। আমাদের প্রতিপক্ষ মনে করে কোনো অনৈক্য সৃষ্টি করা যাবে না। জাতীয় স্বার্থে সবাইকে এক কাতারে আসতে হবে।”

বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল ইতিহাস নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা এখনকার রাজনৈতিক পরিস্থিতিতেও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *