জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে ব্যর্থ সরকার: মাহমুদুর রহমান

ঢাকা, ১ জুলাই:
শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসা বর্তমান সরকার এখনও ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী ও ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

মঙ্গলবার (১ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন’ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান বলেন, “আবার যেন কেউ শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সে জন্য প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার জরুরি। প্রধানমন্ত্রী হিসেবে ১০ বছরের বেশি কেউ দায়িত্ব পালন করতে পারবে না— এ প্রস্তাবে সব দলের ঐকমত্যের মধ্য দিয়ে আমরা একটি প্রাথমিক ধাপে পৌঁছাতে পেরেছি।”

আলোচনাসভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “দেশকে পরাধীনতা ও আধিপত্যবাদ থেকে মুক্ত করতেই জুলাই বিপ্লব। ভবিষ্যতে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিলে প্রয়োজনে জীবন দিতেও আমরা প্রস্তুত।”

সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী।

কর্মসূচির সূচনা করেন শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা রাখি। তিনি শহীদ পরিবারের পক্ষ থেকে চলমান গণতান্ত্রিক লড়াইয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এবিপার্টির এই ৩৬ দিনের কর্মসূচিতে থাকবে আলোচনা সভা, জনসংযোগ, গণস্বাক্ষর, পোস্টারিং এবং সাংস্কৃতিক আয়োজন। আয়োজকরা জানান, জুলাই বিপ্লবের চেতনায় ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বার্তা ছড়িয়ে দিতেই এই কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *