
রংপুর, ১ জুলাই:
শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে। মঙ্গলবার সকালে রংপুরের বাবনপুর জাফরপাড়া গ্রামে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা কবর জিয়ারতে অংশ নেন।
এ সময় নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল শুধুমাত্র সরকার পরিবর্তনের আন্দোলন নয়, বরং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি রাজনৈতিক রূপান্তরের ঘোষণা। কিন্তু সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। বরং ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণা’ নিয়ে টালবাহানা চলছে।”
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে। সংবিধান বাতিল করে একটি গণপরিষদ নির্বাচন দিতে হবে। নতুন এক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের এই পদযাত্রা।”
কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করেন এনসিপি নেতারা এবং তাদের খোঁজখবর নেন।
এরপর নেতারা গাইবান্ধার উদ্দেশে যাত্রা শুরু করেন এবং পথে রংপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করেন। বিকেল তিনটায় পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানির মোড় হয়ে পদযাত্রাটি রংপুর টাউন হলে পৌঁছায়, যেখানে শেষ পথসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলটি জানিয়েছে, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় এই কর্মসূচি পালন করবে এনসিপি।