
বছরের পর বছর ধরে আলোচনায় থাকা ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবির মাঝে এবার নতুন মাত্রা যোগ হলো ক্রীড়াঙ্গনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ‘নোয়াখালী রয়্যালস’ নামে একটি দল গঠনের আগ্রহ জানিয়েছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান সায়ান্স গ্লোবাল।
সোমবার (৩০ জুন) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষে কথা বলেন লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল। তিনি জানান, ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেওয়া হয়েছে।
আহমেদ জামিল বলেন, “আমরা সম্পূর্ণ প্রস্তুত। প্রয়োজনীয় সব ডকুমেন্টেশন প্রস্তুত রয়েছে। বিসিবি যদি আমাদের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করে, তাহলে এটি নোয়াখালীবাসীর জন্য একটি ঐতিহাসিক অর্জন হবে।”
প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইট অনুযায়ী, তাদের কার্যালয় রয়েছে যুক্তরাজ্যের লন্ডনে। ক্রিকেটভিত্তিক ব্যবসায় সম্প্রসারণের অংশ হিসেবে তারা বিপিএলের মতো প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী হয়েছে বলে জানান জামিল।
উল্লেখ্য, ২০২৫ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের ১১তম আসর। তবে এখনো এই আসরের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সায়ান্স গ্লোবালের প্রস্তাব নিয়ে বিসিবি কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়।
Ask ChatGPT