
ঢাকা, ৩০ জুন — দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ৩৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়ায় ৫ দশমিক ৪৭ শতাংশ।
২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ এবং মৃত্যুর তথ্য জানানো হয়। সেই থেকে এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২১ জনে। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২২ জন।
এছাড়া, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫৬৯ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১১৪ জন।
Ask ChatGPT