
ঢাকা, ৩০ জুন — দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বানচালের পেছনে একটি বিশেষ গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। সোমবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণার পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে বক্তব্য দেন তিনি। জাহিদুল ইসলাম বলেন, “ছাত্রসমাজ এই ষড়যন্ত্র মেনে নেবে না। আমরা দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন চাই।”
তিনি অভিযোগ করেন, “একটি পক্ষ আবারও ক্যাম্পাসে সন্ত্রাস ও বিশৃঙ্খলা ফিরিয়ে আনতে চক্রান্ত করছে। এতে শিক্ষা পরিবেশ হুমকির মুখে পড়ছে।”
জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, “যে প্রত্যাশা নিয়ে অভ্যুত্থান ঘটেছিল, সেই অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না। এখনও দেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে পূর্ববর্তী স্বৈরশাসনের আস্থাভাজনরাই অবস্থান করছে।”
জুলাই সনদ প্রকাশ না হওয়াকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, “ছাত্রশিবির সরকারকে চাপ প্রয়োগের পাশাপাশি অন্যান্য ছাত্র সংগঠনগুলোকেও সঙ্গে নিয়ে আন্দোলনে নামবে।”
সংবাদ সম্মেলনে তিনি জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১১টি পদক্ষেপের ঘোষণা দেন।
সট:
জাহিদুল ইসলাম
সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির