মৌলভীবাজারে ২৫৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, একজনের ১ বছরের কারাদণ্ড

মৌলভীবাজারে বিপুল পরিমাণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন। এ সময় মাছ বিক্রির দায়ে একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (৩০ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম বাজারের ‘অপূর্ব মৎস্য আড়ত’-এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিপুল পরিমাণ পিরানহা মাছ মজুত ও বিক্রির অভিযোগে মো. টিটু মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

পরে দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ধারা ৩ লঙ্ঘনের অপরাধে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযানে মোট ২৫৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। এসব মাছের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, পিরানহা মাছের আক্রমণাত্মক ও পরিবেশ বিপর্যয়কর আচরণের কারণে বাংলাদেশ সরকার এ মাছ চাষ ও বিপণন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *