নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায় চীন: বিএনপি মহাসচিব

বাংলাদেশে নবনির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। দেশটির এমন আগ্রহের কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩০ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীন সফর নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “চীন বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে চায়। বিএনপি-চীন সম্পর্কেও ইতিবাচক মনোভাব রয়েছে তাদের। এক চীন নীতির প্রতি আমাদের দলীয় দৃঢ় অবস্থানের কথাও চীন সরকারকে জানানো হয়েছে।”

তিনি আরও বলেন, “তিস্তা ব্যারাজ প্রকল্প নিয়ে চীন কাজ করছে। বিএনপি ক্ষমতায় এলে প্রকল্পটি পুনরায় বিবেচনায় নেয়া হবে। এছাড়া, রোহিঙ্গা সংকট সমাধানেও চীন আন্তরিকভাবে কাজ করবে বলে জানিয়েছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার।

বিএনপি মহাসচিবের বক্তব্যে চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক জোরদারে দলের আগ্রহ এবং বহুপাক্ষিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *