
ঢাকা, ২২ মে ২০২৫:
আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আজ বৃহস্পতিবার (২২ মে) থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, আগামী ৭ জুন ঈদ হতে পারে ধরে নিয়ে এই অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে। ঈদের আগের দিনগুলোতে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে শতভাগ আসনের টিকিট এবার অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা) ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং এটি চলবে দুপুর ২টা পর্যন্ত। এরপর শুরু হবে পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট) ট্রেনের টিকিট বিক্রি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, শুধু ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর জন্য বরাদ্দ আসন সংখ্যা মোট ৩৩ হাজার ৩১৫টি। যাত্রীরা https://railapp.railway.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ও লগইন করে সহজেই টিকিট সংগ্রহ করতে পারছেন।
কোন তারিখের টিকিট কবে:
- ২৩ মে: ২ জুনের টিকিট
- ২৪ মে: ৩ জুনের টিকিট
- ২৫ মে: ৪ জুনের টিকিট
- ২৬ মে: ৫ জুনের টিকিট
- ২৭ মে: ৬ জুনের টিকিট
ফিরতি টিকিট বিক্রির সময়সূচি:
- ৩০ মে: ৯ জুনের টিকিট
- ৩১ মে: ১০ জুনের টিকিট
- ১ জুন: ১১ জুনের টিকিট
- ২ জুন: ১২ জুনের টিকিট
- ৩ জুন: ১৩ জুনের টিকিট
- ৪ জুন: ১৪ জুনের টিকিট
- ৫ জুন: ১৫ জুনের টিকিট
টিকিট সংগ্রহের নিয়ম:
রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে। মোবাইলে প্রাপ্ত ওটিপি দিয়ে ভেরিফিকেশন শেষ করলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। টিকিট কাটতে লগইনের পর যাত্রার তারিখ, গন্তব্য ও শ্রেণি নির্বাচন করে আসন খুঁজে নিতে হবে। পছন্দের আসন নির্বাচন করে ভিসা, মাস্টার কার্ড কিংবা বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করলে ই-টিকিট ই-মেইলে চলে যাবে।
প্রিন্ট করা ই-টিকিট ও ফটো আইডি নিয়ে যাত্রার আগে নির্ধারিত স্টেশন থেকে চূড়ান্ত টিকিট সংগ্রহ করতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট একবারই কাটতে পারবেন
- অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না
- ট্রেন চলাচলের দিন আসনের অতিরিক্ত ২৫% স্ট্যান্ডিং টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি হবে (অনলাইনে নয়)
বাংলাদেশ রেলওয়ের এই উদ্যোগ ঈদযাত্রাকে আরও সুশৃঙ্খল ও ভোগান্তিমুক্ত করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।