গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ভিয়েনায় বিক্ষোভ, সংহতি ফিলিস্তিনের পক্ষে

‘এখনই যুদ্ধবিরতি চাই’—শত শত মানুষের দাবি রাজপথে

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার শত শত মানুষ ফিলিস্তিনি পতাকা ও বিভিন্ন প্রতিবাদী ব্যানার নিয়ে রাজপথে নেমে আসেন। তারা ‘এখনই যুদ্ধবিরতি চাই’সহ নানা স্লোগান দিয়ে গাজায় ইসরায়েলি দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বিক্ষোভ শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দেশটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বক্তৃতা করেন মানবাধিকারকর্মী ইয়াসমিন আকার, যিনি চলতি মাসের শুরুতে জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে গাজায় ত্রাণ সহায়তা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী তাদের জাহাজ ভূমধ্যসাগরে আটকে দিয়ে দেশে ফিরিয়ে পাঠায়।

সমাবেশে বক্তারা অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *