
ঢাকা, ২৯ জুন — ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ২২ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী। নিয়মভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪১ জন শিক্ষার্থী ও ১ জন শিক্ষকসহ মোট ৪২ জনকে।
রোববার (২৯ জুন) সকাল ১০টায় অনুষ্ঠিত বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের মাধ্যমে দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষা বোর্ডগুলোর পাঠানো রিপোর্টের ভিত্তিতে এই তথ্য নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেছে ১০ লাখ ৯৭ হাজার ৮৭৫ জন। অর্থাৎ, অনুপস্থিতির হার ছিল প্রায় ২ শতাংশ।
ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী অংশ নেয়। সেখানে মোট অনুপস্থিত ছিল ৩ হাজার ৬৫৫ জন এবং নিয়মভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে ৮ জনকে।