
ঢাকা, ২৯ জুন — ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনার সমাধান না করে তা রাজনৈতিক ট্যাগ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২৯ জুন) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কানাডার হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, “আগামী নির্বাচনে সুবিধা আদায় এবং রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এ ধরনের ঘটনাগুলোর সমাধান না করে যেভাবে রাজনীতিকরণের চেষ্টা চলছে, তা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রশাসনের আরও তৎপরতা বাড়ানো দরকার।”
তিনি আরও বলেন, “মিথ্যাচারের মাধ্যমে মানুষের দৃষ্টি অন্য দিকে ঘোরানোর সুযোগ নেই। যারা এই অপচেষ্টা চালাচ্ছে, তারা এতে সফল হবে না।”
আসন্ন নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আমীর খসরু জানান, “আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে অনুযায়ী সংশ্লিষ্ট সব পক্ষ প্রস্তুতি নিচ্ছে। দ্বিমত থাকলেও তা মোকাবিলা করে সামনের দিকে এগোতে হবে।”
Ask ChatGPT