মুন্সীগঞ্জে এইচএসসি কেন্দ্রের সামনে গুলিবর্ষণ, অস্ত্রসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ, ২৯ জুন — মুন্সীগঞ্জ সদরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে তুচ্ছ ঘটনার জেরে ১৪৪ ধারা ভেঙে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকেই অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার রামপাল কলেজ কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক।

গ্রেফতারকৃত যুবকের নাম সাব্বির হোসেন দীপু (৩০)। তিনি টংগিবাড়ী উপজেলার বেতকা এলাকার আবুল কালামের ছেলে। তবে বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, পরীক্ষা শেষ হওয়ার সময় রামপাল কলেজের সামনে একটি প্রাইভেটকার ও অটোরিকশার মধ্যে সামান্য ধাক্কা লাগে। এ সময় প্রাইভেটকার থেকে দীপু ও আরেকজন বের হয়ে অটোরিকশাচালকের সঙ্গে তর্কে জড়ান। পরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা দীপুকে শান্ত করার চেষ্টা করলে তিনি হঠাৎ আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান।

তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা স্থানীয় জনতার সহযোগিতায় দীপুকে আটক করে। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। নিরাপত্তা বিঘ্নের এমন ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *