
ঢাকা, ২৮ জুন — দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৮৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ১৩৬ জন রোগী বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ৬০ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৪৮ জন, খুলনা বিভাগে ৪১ জন, চট্টগ্রামে ৫৫ জন, রাজশাহীতে ৩৩ জন এবং ময়মনসিংহে ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারী। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৯ হাজার ৮৬৭ জন। আক্রান্তদের মধ্যে ৫ হাজার ৮২৫ জন পুরুষ এবং ৪ হাজার ৪২ জন নারী।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মশা নিধনে স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনসাধারণকেও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।