
ঢাকা, ২৯ জুন — অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত মাসব্যাপী পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ জুন) এক বিবৃতিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি জানান, “দেশ গড়তে জুলাই পদযাত্রা” ট্যাগলাইনে মাসব্যাপী এই কর্মসূচি চলবে। এর সূচনা হবে আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে। ১৬ জুলাই পালিত হবে বৈষম্যবিরোধী ‘জুলাই শহীদ দিবস’, ৩ আগস্ট শহীদ মিনারে পাঠ করা হবে ‘ছাত্র-জনতার ইশতেহার’, আর ৫ আগস্ট উদযাপন করা হবে ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ হিসেবে।
নাহিদ ইসলাম বলেন, পদযাত্রা চলাকালীন তারা শহীদ পরিবারের সদস্য, আহত আন্দোলনকারীদের এবং তৎকালীন সহযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা শুনে জুলাই অভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরবেন।
এ সময় আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, “জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা কারো মুখাপেক্ষী নয়। প্রয়োজনে তারাই নতুন ঘোষণাপত্র দেবে।”
নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে একটি ‘বিচারের রোডম্যাপ’ দেওয়ার দাবিও তোলেন এনসিপি আহ্বায়ক। বলেন, “যেই সরকারই ক্ষমতায় আসুক, বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি থাকতে হবে।”
পদযাত্রা ও কর্মসূচি বাস্তবায়নের জন্য সারজিস আলমকে প্রধান এবং অনিক রায়কে সদস্য করে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।