ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা: “ষড়যন্ত্র চলছে, প্রতিহত করতে ঐক্যের বিকল্প নেই”

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ▎
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি বিগত ১৭ বছর ধরে নানা নিপীড়ন ও ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছে। এ ষড়যন্ত্র এখনও চলমান, তাই এখনই ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তোলার সময়।

শনিবার (২৮ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নে মুক্তমঞ্চে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, “তারেক রহমান সব সময়ই বলেন—ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্রকারীরাও থেমে নেই। তাই আমাদের একসঙ্গে লড়তে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, “আগামী নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়—এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মধ্যে সম্প্রতি লন্ডনে একটি বৈঠক হয়েছে। সে বৈঠক থেকে বার্তা এসেছে, আগামী রমজানের আগেই দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সবার ভোটাধিকার নিশ্চিত করা নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপির রাষ্ট্র সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে চুন্টা ইউনিয়ন বিএনপি এ জনসমাবেশের আয়োজন করে।

চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি এ. বি. এম. মোমিনুল হক, ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *