
কলকাতা | ২১ মে ২০২৫
দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রে থাকা টলিউডের তারকা জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানকে নিয়ে ফের গুঞ্জন শুরু হয়েছে। সম্পর্কের শুরু থেকেই নানা বিতর্ক ও সমালোচনার মুখে পড়া এই দম্পতি এবার একে অপরকে আনফলো করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। আর এতেই জোরালো হয়েছে তাদের সম্পর্কে দূরত্ব তৈরির আশঙ্কা।
মাত্র ক’দিন আগেই নতুন ছবি ‘আড়ি’–র প্রচারে হাতে হাত ধরে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল যশ ও নুসরাতকে। একাধিক ইভেন্টে একসঙ্গে অংশ নিয়ে সম্পর্কের দৃঢ়তা তুলে ধরেছিলেন দু’জনেই। তবে হঠাৎ করেই এই পরিবর্তন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে ভক্তদের মনে।
সম্প্রতি ইনস্টাগ্রামে যশ একটি স্টোরি শেয়ার করেন, যেখানে ইংরেজিতে লেখা ছিল: “In the end, the only person standing beside you is yourself.” যার বাংলা অর্থ দাঁড়ায়— “শেষ পর্যন্ত, শুধু নিজেই নিজের পাশে থাকো।” পোস্টটি ঘিরে নেট দুনিয়ায় জল্পনা শুরু হয়, যশ কি তবে নিজের সম্পর্কে কিছু ইঙ্গিত দিলেন?
অন্যদিকে, একই দিনে নুসরাতও নিজের ইনস্টাগ্রামে ছেলে ঈশানের একটি ছবি পোস্ট করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ঈশান যশ ও নুসরাতের ছেলে হলেও দু’জনেই পূর্ববর্তী সম্পর্কে ছিলেন— যশের প্রথম পক্ষের সন্তানের সঙ্গেও সম্প্রতি একটি ছবি পোস্ট করতে দেখা গেছে তাকে।
নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত ২০২১ সালে একসঙ্গে বসবাস শুরু করেন। ছেলে ঈশানের জন্মের পর থেকেই তাঁদের একত্রবাসন ও পারিবারিক সময় কাটানো নিয়মিত চর্চার বিষয় হয়ে ওঠে। একসঙ্গে ছুটির দিন কাটানো, সন্তানকে সময় দেওয়া— সব মিলিয়ে তাদের পরিবার ছিল রীতিমতো রোল মডেল।
তবে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আনফলো করার ঘটনাকে কেন্দ্র করে ভক্ত-অনুরাগীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি হয়তো সাময়িক অভিমান, আবার কেউ কেউ ধরেই নিচ্ছেন, সম্পর্কের ভিত কেঁপে উঠেছে।
তবে এ বিষয়ে এখনও পর্যন্ত যশ বা নুসরাত— কারও পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।