ড. মুহাম্মদ ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ঢাকা, ২৮ জুন — প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও কেক পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় তার একান্ত সচিবের মাধ্যমে এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।

তারেক রহমানের পক্ষ থেকে একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমের কাছে ফুল ও কেক হস্তান্তর করেন। এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আজ ৮৫তম জন্মদিন। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা ছিলেন দুলা মিঞা সওদাগর এবং মাতা সুফিয়া খাতুন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। এছাড়াও, তিনি দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *