এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

ঢাকা, ২৮ জুন — এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের দাবি পুনর্ব্যক্ত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংগঠনটি। আগামীকাল রোববারও ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

শনিবার (২৮ জুন) রাজধানীর একটি সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান সংগঠনটির মহাসচিব সেহেলা সিদ্দিকা। তিনি সকল আন্দোলনকারী কর্মকর্তাকে আগামীকাল সকাল ১০টার মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

আজ শনিবারও দিনভর চলেছে শাটডাউন কর্মসূচি। এনবিআর ভবনে স্বাভাবিক কার্যক্রম ছিল সম্পূর্ণ বন্ধ। কেউ ভবনে প্রবেশ বা বের হতে পারেননি। একইসঙ্গে চট্টগ্রাম বন্দর, বেনাপোল, ঢাকা কাস্টমস হাউসসহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনেও কার্যক্রম স্থবির ছিল। ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে শুল্কায়ন বন্ধ রয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার লিখিত বক্তব্যে বলেন, “বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে এনবিআরে টেকসই সংস্কার সম্ভব নয়। জাতীয় স্বার্থে তাঁকে অবিলম্বে অপসারণ করতে হবে। অন্যথায় কোনো বিকল্প পথ খোলা নেই।”

তিনি আরও বলেন, এনবিআর সংস্কার এবং উদ্ভূত সংকট নিরসনে সংগঠনটি অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, তবে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এ অবস্থায় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তিনি।

চেয়ারম্যানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বদলি ও হয়রানির অভিযোগও তোলেন তারেক রিকাবদার। তিনি বলেন, আন্দোলনে নেতৃত্বদানকারী পাঁচ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। এছাড়া আন্দোলনকারীদের শাস্তির হুমকিও দেওয়া হচ্ছে।

সংগঠনটি জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *