
বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস নতুন করে জীবন শুরু করতে যাচ্ছেন। প্রথম স্ত্রী ম্যাকেনজি স্কটের সঙ্গে ২৬ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার পাঁচ বছর পর আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। এবার তার জীবনসঙ্গী হচ্ছেন সাংবাদিক ও সাবেক টিভি উপস্থাপিকা লরেন স্যানচেজ।
বর্তমানে ৬১ বছর বয়সী এই মার্কিন ধনকুবেরের বিয়ে নিয়ে ইতালির ভেনিসে শুরু হয়েছে তিন দিনব্যাপী জমকালো আয়োজন। “ওয়েডিং অফ দ্য সেঞ্চুরি” হিসেবে খ্যাত এই বিয়েতে উপস্থিত থাকার কথা রয়েছে প্রায় ২০০ আমন্ত্রিত অতিথির, যাদের অনেকেই হলিউড তারকা, রাজনীতিবিদ এবং বিশ্বজুড়ে খ্যাতিমান ব্যক্তিত্ব।
ইতিমধ্যে ভেনিসে পৌঁছেছেন ইভাঙ্কা ট্রাম্প, কিম কারদাশিয়ান, গণমাধ্যম ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রেসহ আরও অনেক তারকা। বরযাত্রীদের পরিবহনের জন্য প্রস্তুত রাখা হয়েছে প্রায় ৯০টি প্রাইভেট জেট। আয়োজনে ব্যয় ধরা হচ্ছে ৭ কোটির বেশি মার্কিন ডলার।
তবে এই বিলাসবহুল বিয়ে ঘিরে সমালোচনায় মুখর হয়েছেন পরিবেশ ও মানবাধিকার সংস্থাগুলো। গ্রিনপিসসহ কয়েকটি সংগঠন ধনীদের ওপর উচ্চ কর আরোপের দাবি জানিয়েছে। পাশাপাশি, পর্যটকদের ভিড়ে ভেনিসে বাড়িভাড়া ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই বাধ্য হয়ে শহর ত্যাগ করছেন।
প্রাথমিকভাবে নির্ধারিত ভেন্যু পরিবর্তন করে বর্তমানে ভেনিসের সান জর্জিও মাজোরে দ্বীপে বিয়ের মূল অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী ২৮ জুন জেফ বেজোস ও লরেন স্যানচেজ বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।