
লালমনিরহাট প্রতিনিধি | ২৭ জুন ২০২৫:
লালমনিরহাটে রাধা গিরিধারী ইসকন মন্দিরে রথযাত্রা মহোৎসবের ভিড়ের মধ্যে ছদ্মবেশে প্রবেশ করে চুরি করতে গিয়ে ধরা পড়েছে নারী চোর চক্রের পাঁচ সদস্য। তারা শাখা-সিঁদুর পরে হিন্দু নারীর ছদ্মবেশে মন্দিরে ঢুকে পড়ে। পরে সন্দেহজনক আচরণ দেখে তাদের চিহ্নিত করে আটক করে ভক্তরা।
শুক্রবার (২৭ জুন) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গিরিধারী ইসকন মন্দির এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক নারীরা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কলতাপাড়া এলাকার বাসিন্দা। তারা হলেন—লিপি আক্তার, রোসা খাতুন, বুশ নাহার, শিল্পী এবং রেজিনা খাতুন।
লালমনিরহাট জেলা ইসকনের সভাপতি মহাকৃষ্ণ প্রেমদাস জানান, “ছদ্মবেশে মন্দিরে ঢুকে মহিলাদের সঙ্গে মিশে স্বর্ণালংকার, টাকা-পয়সা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল চক্রটি। তবে আচরণে অস্বাভাবিকতা দেখে সন্দেহ হলে তারা ধরা পড়ে।”
তিনি আরও জানান, গত বছরও ঠিক এমন একটি চোর চক্র রথযাত্রা উৎসবে ধরা পড়েছিল।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।