
আন্তর্জাতিক ডেস্ক | ২৭ জুন ২০২৫: গত ২০ মাসে মধ্যপ্রাচ্যের অন্তত পাঁচটি দেশে ৩৫ হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার অধিকাংশই হয়েছে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরান ও ইয়েমেনে। যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিষয়ক গবেষণা সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের শুরু থেকে ২০২৫ সালের মাঝামাঝি সময় পর্যন্ত চলমান এই আগ্রাসনে ইসরায়েল ব্যাপক বিমান, ক্ষেপণাস্ত্র ও স্থল হামলা চালিয়েছে। শুধু ফিলিস্তিনেই ১৮ হাজারের বেশি হামলার তথ্য নথিভুক্ত করা হয়েছে। এর বাইরে লেবাননে ১৫ হাজার ৫২০ বার, সিরিয়ায় ৬১৬ বার, ইরানে ৫৮ বার এবং ইয়েমেনে ৩৯ বার হামলার তথ্য পাওয়া গেছে।
গবেষণা প্রতিবেদনে আরও জানানো হয়, এসব হামলার মধ্যে বহুক্ষেত্রে ইসরায়েলি পদাতিক বাহিনী সাধারণ বেসামরিক মানুষদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছে। এতে শিশু, নারী ও নিরীহ নাগরিকদের প্রাণহানির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সামরিক আগ্রাসন শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলছে না, বরং আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কাজনক নজিরও তৈরি করছে।
এ রিপোর্ট প্রকাশের পর মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপনের দাবি জানাচ্ছেন।