
বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি যেন স্বচ্ছ, গণতান্ত্রিক এবং ফ্যাসিবাদমুক্ত হয়—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম যেন না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
শুক্রবার (২৭ জুন) সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তাঁর কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “রাজনৈতিক দলগুলোর নেতারা যেন কেবল দলীয় স্বার্থে নয়, বরং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করেন। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ রক্ষা করাই হবে সবার লক্ষ্য।”
এ সময় তিনি দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পরে তিনি মতলিবের গ্রামের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন।
সাক্ষাৎ ও কবর জিয়ারতের সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।