
ইরান-ইসরায়েল যুদ্ধ চলাকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করার জন্য একাধিকবার চেষ্টা চালিয়েছিল ইসরায়েলি গোয়েন্দারা। তবে তাঁকে খুঁজে না পাওয়ায় পরিকল্পনাটি বাস্তবায়ন করা যায়নি বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
বৃহস্পতিবার (২৬ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি সম্ভব হতো, তাহলে খামেনিকে হত্যা করত ইসরায়েলি সেনাবাহিনী। কিন্তু তাঁকে খুঁজে বের করা যায়নি, তাই সেই সুযোগও তৈরি হয়নি।”
প্রতিরক্ষামন্ত্রীর এমন বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা নতুন করে বেড়েছে। ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েল কাৎজের এই বক্তব্য তুলে ধরেছে।
এর আগে, গত মঙ্গলবার (২৪ জুন) কাতারের মধ্যস্থতা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি কার্যকরের তিন দিন পার হলেও ইরানের সর্বোচ্চ নেতা খামেনি রয়েছেন কঠোর নিরাপত্তার মধ্যে।
ইরানি নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, “ইসরায়েলের ওপর আমাদের বিন্দুমাত্র আস্থা নেই। নেতানিয়াহু প্রশাসন যে কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে হামলা চালাতে পারে।” ফলে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে খামেনির নিরাপত্তাব্যবস্থা।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি পক্ষের এমন মন্তব্য পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। এতে করে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।