সাভারে শুরু হয়েছে ১৫তম সোশ্যাল বিজনেস ডে, বিশ্ব বদলে ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ১৫তম সোশ্যাল বিজনেস ডে। শুক্রবার (২৭ জুন) সকালে এই আন্তর্জাতিক আয়োজনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পৃথিবীকে বদলাতে হলে সকল জাতিকে একসঙ্গে কাজ করতে হবে। ধ্বংসের পথে যাওয়ার আগেই সঠিক পথ বেছে নিতে হবে আমাদের।” তিনি এই দিনটিকে ‘পারিবারিক পুনর্মিলন’ হিসেবে উল্লেখ করে বলেন, বিগত সরকারের নিষেধাজ্ঞার কারণে এতদিন বাংলাদেশে দিবসটি উদযাপন করা সম্ভব হয়নি। তবে ৫ আগস্টের পর এবারই প্রথমবারের মতো দেশে দিনটি পালিত হচ্ছে।

স্বাস্থ্য খাতে সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে ড. ইউনূস বলেন, “সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা। এটি দান বা অনুদানের মাধ্যমে সম্ভব নয়, বরং টেকসই ও মানবিক ভিত্তির ওপর গড়ে তোলা প্রয়াস।”

তিনি আরও বলেন, “শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে স্বপ্ন দেখার ভিত্তিতে। স্বপ্ন দেখা শেখানোই হবে শিক্ষার প্রথম কাজ। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সেই নতুন সভ্যতা গঠনে সহায়তা করবে। আমরা বিষণ্ন নয়, সুন্দর এক বিশ্ব গড়ে তুলতে চাই।”

এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা।’ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন এবং আটটি ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ২৫টিরও বেশি দেশ থেকে ১৮০ জন বিদেশিসহ সহস্রাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।

সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত ড. ইউনূস এই দিবসটি উদযাপনের মধ্য দিয়ে সামাজিক উন্নয়নে আরও সমন্বিত ও টেকসই উদ্যোগের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *