ইরান থেকে বাংলাদেশিদের প্রথম ফিরতি দল পাকিস্তান পৌঁছেছে

উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তাদের প্রথম দলটি ইতোমধ্যে ইরান ছেড়ে পাকিস্তানের সীমান্তে পৌঁছেছে। এই দলে রয়েছেন ২৮ জন বাংলাদেশি নাগরিক। সড়কপথে তারা ইরান থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন এবং সীমান্ত অতিক্রম করে নিরাপদে পৌঁছান।

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান সরকারের সহযোগিতায় ওই বাংলাদেশিরা খুব শিগগিরই করাচি পৌঁছাবেন এবং সেখান থেকে বিমানে করে দেশে ফিরবেন। ইরানে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশে ফিরতে ইচ্ছুক অন্যান্য বাংলাদেশিদের সহযোগিতা অব্যাহত রাখবে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে দূতাবাস। এছাড়া সংকটের শুরুতেই বাংলাদেশ দূতাবাস দুটি হটলাইন নম্বর চালু করেছে, যাতে যেকোনো বাংলাদেশি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন।

হটলাইন নম্বরসমূহ:
বাংলাদেশ দূতাবাস, তেহরান:
📞 +৯৮৯৯০৮৫৭৭৭৩৬৮
📞 +৯৮৯১২২০৬৫৭৪৫

পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা:
📞 +৮৮০১৭১২০১২৮৪৭

পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস এ মুহূর্তে ইরানে অবস্থানরত সকল বাংলাদেশিকে সতর্ক ও সংযুক্ত থাকার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *