
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ‘ইরান কখনো আত্মসমর্পণ করবে না।’ তিনি বলেন, ইরানি জনগণ তাদের ঐক্য ও সংহতির মাধ্যমে বিশ্বকে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে— “আমাদের কণ্ঠস্বর এক”।
বৃহস্পতিবার (২৬ জুন) এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন। সম্প্রচারের আগেই তার বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি ছিল যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর খামেনির প্রথম সরাসরি বক্তব্য।
তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন। তবে তার এই দাবি একটি জাতি হিসেবে ইরানের মর্যাদার প্রতি অবমাননাকর। একটি মহান জাতির সামনে এমন শব্দ উচ্চারণই অনুচিত।”
খামেনি আরও বলেন, “আমরা আত্মসমর্পণ করব না। ইরানকে আত্মসমর্পণ করলেই নাকি যুক্তরাষ্ট্র খুশি হবে। কিন্তু তা কখনোই হবে না। আমরা শক্তিশালী একটি জাতি, আর আমরা মার্কিনিদের মুখে চপেটাঘাত করেছি।”
বিশ্লেষকদের মতে, আয়াতুল্লাহ খামেনির এই বক্তব্য ইরানি জনগণের মনোবল আরও দৃঢ় করবে এবং দেশের ভেতরে-বাইরে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে একটি শক্ত বার্তা হিসেবে বিবেচিত হবে।