
ঢাকা, ২৬ জুন — দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল বুধবার (২৫ জুন) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মোট ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৮ জনে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নারীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি।
এর আগে, সর্বশেষ সোমবার (২৩ জুন) দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মাস্ক পরা, হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন, যাতে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।