
আন্তর্জাতিক ডেস্ক | ২৫ জুন:
ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে স্থগিত হয়ে যাওয়া সংলাপ পুনরায় শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আলোচনায় বসবেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে অংশ নিয়ে ট্রাম্প বলেন, “আমরা ইরানের সঙ্গে আগামী সপ্তাহে কথা বলব। একটি চুক্তিও হতে পারে।” তবে আলোচনায় তার খুব বেশি আগ্রহ নেই বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংস’ হয়ে গেছে। তিনি বলেন, “তারা লড়েছে, কিন্তু যুদ্ধ শেষ।”
প্রসঙ্গত, ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘর্ষে উভয় পক্ষই বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার এই সম্ভাবনা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।