
ঢাকা, ২৫ জুন:
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কেউ মারা যাননি। শনাক্তের হার ৫ দশমিক ২১ শতাংশ।
বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে বুধবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত মোট ৪৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।
চলতি বছর এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত মোট ৪৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে নারীর সংখ্যাই বেশি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত সোমবার (২৩ জুন) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছিল।