
বিবিসির বরাত | ২৫ জুন ২০২৫
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং দেশে হত্যাকাণ্ড পরিচালনার সরঞ্জাম পাচারের অভিযোগে ইরানে আরও তিনজনকে ফাঁসি দেয়া হয়েছে। বুধবার (২৫ জুন) দেশটির বিচারবিভাগ-সংশ্লিষ্ট বার্তা সংস্থা মিজান এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন—ইদ্রিস আলী, আজাদ শোজাই এবং রাসুল আহমদ রাসুল। তাদের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে কাজ করার অভিযোগে গ্রেফতার ও বিচার সম্পন্ন হয়।
মিজান জানিয়েছে, তারা ইরানে ‘সহিংস ও গুপ্তচর কর্মকাণ্ডে’ জড়িত ছিল এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম পাচার করে হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনাও করেছিল।
এদিকে রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূর নিউজ জানায়, সাম্প্রতিক ১২ দিনের সংঘাতের সময় ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরানে আরও ৭০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ১২ দিনের পাল্টাপাল্টি বিমান হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।