
ঢাকা, ২৫ জুন ২০২৫ (বুধবার)
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার (২৫ জুন) দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির পক্ষ থেকে একটি মামলার আবেদন করা হয়। মামলায় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়।
মামলার পরিপ্রেক্ষিতেই গত রোববার (২৩ জুন) রাজধানীর উত্তরা এলাকা থেকে আরেক সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছিল ডিবি।
নির্বাচন সংশ্লিষ্ট অভিযোগে এই গ্রেফতারগুলো দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।