
আন্তর্জাতিক চাপ ও হামলার মুখেও পারমাণবিক কর্মসূচি থেকে পিছু হটছে না ইরান। ‘যেকোনো মূল্যে’ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘নিউ এরাব’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরান কোনোভাবেই পরমাণু প্রযুক্তি পরিত্যাগ করবে না। এই প্রযুক্তি অর্জনে আমাদের পরমাণু বিজ্ঞানীরা মৃত্যুসহ বহু ত্যাগ স্বীকার করেছেন। এটি আমাদের জাতীয় মর্যাদার প্রতীক।”
আব্বাস আরাঘচি আরও জানান, পশ্চিমা নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির মধ্যেও তেহরান তার কৌশলগত অবস্থান থেকে সরবে না। তিনি বলেন, “যুদ্ধ ও অবরোধ সত্ত্বেও পরমাণু ইস্যুতে আমাদের অবস্থান অটুট থাকবে।”
এদিকে, ইরানের এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) থেকে সরে যাওয়ার সম্ভাবনার কথাও জোরালভাবে উঠে এসেছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফোয়াদ ইজাদি বলেন, “আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা হয়েছে। এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এনপিটির আওতায় থাকা অবস্থায় এই হামলা হওয়ায় চুক্তিতে থাকার যৌক্তিকতা আর নেই।”
তিনি আরও জানান, ইরানি পার্লামেন্টের অধিকাংশ সদস্যই এনপিটি থেকে বেরিয়ে আসার পক্ষে।
বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে ইরান যদি সত্যিই এনপিটি ত্যাগ করে, তবে তা আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হতে পারে।