
টানা ১২ দিনের ইসরায়েল-ইরান সংঘাতে ইরানে অন্তত ৬১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও ৪ হাজার ৭৪৬ জন। মঙ্গলবার (২৪ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানান, আহতদের মধ্যে এখনও ৯৭১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ৬৮৭ জনের অস্ত্রোপচার করতে হয়েছে।
নিহতদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে, যাদের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স মাত্র দুই মাস। এছাড়া নিহতদের মধ্যে ৪৯ জন নারী রয়েছেন, যাদের মধ্যে দুজন ছিলেন গর্ভবতী। সংঘর্ষে পাঁচজন স্বাস্থ্যকর্মীও প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জন।
এছাড়া সাতটি হাসপাতাল, ছয়টি জরুরি সেবা কেন্দ্র, চারটি ক্লিনিক এবং নয়টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান কেরমানপুর। ইরানের ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, প্রকৃত প্রাণহানির সংখ্যা সরকারি তথ্যের তুলনায় দ্বিগুণ হতে পারে।
অন্যদিকে, ইসরায়েলের জরুরি সেবাব্যবস্থার তথ্য অনুযায়ী, সংঘর্ষে দেশটিতে ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন মোট ১ হাজার ৩৪৭ জন। এর মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর, ২৯ জন মাঝারি, ৮৭২ জন হালকা আহত এবং ৪০১ জন মানসিক চাপে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
তীব্র সংঘাতের পর অবশেষে ইরান ও ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্যমতে, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।