
মব ভায়োলেন্স (জনতার হাতে আইন নিজ হাতে তুলে নেওয়ার প্রবণতা) পুরোপুরি বন্ধ না হলেও আগের তুলনায় কমেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ওই ঘটনায় জড়িতদের একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। এমনকি পুলিশের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “শুধু পুলিশ নয়, সব আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় একটি ভালো নির্বাচন আয়োজন সম্ভব। এ বিষয়ে সংশ্লিষ্ট বাহিনীগুলোর সদস্যরা আমাদের আশ্বস্ত করেছেন।”
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুলিশ এখন নিষ্ক্রিয় নয়। তারা আগের তুলনায় আরও মানবিক হয়েছে। আগে কোনো কিছু না শুনেই লাঠিচার্জ করতো, এখন তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করে এবং জনসাধারণকে বুঝিয়ে কাজ করার চেষ্টা করে।”
তিনি আরও জানান, দেশের নিরাপত্তা বাহিনীগুলোর সক্ষমতা ও সচেতনতা আগের চেয়ে অনেক বেশি, যা সুষ্ঠু নির্বাচনের জন্য ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।