
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন এবং পুরনো নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ জুন) ইসির সিনিয়র সচিব মো. আখতার হোসেন আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৮ সালের ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিবন্ধন (নম্বর-০১৪) দিয়েছিল নির্বাচন কমিশন। তবে ২০০৯ সালে দায়ের হওয়া রিট পিটিশন ৬৩০/২০০৯ এর রায়ের ভিত্তিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর একটি প্রজ্ঞাপন জারি করে দলটির নিবন্ধন বাতিল করা হয়।
পরে আপিল বিভাগের Civil Appeal No. 139 of 2013 ও Civil Petition For Leave To Appeal No. 3112 of 2013 মামলায় হাইকোর্টের সেই রায় বাতিল হয় এবং জামায়াতের নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের ওই রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন ২০১৮ সালের প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় অনুমোদন দিয়েছে।
এই সিদ্ধান্তের মাধ্যমে প্রায় ছয় বছর পর আবারও নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণের আইনি স্বীকৃতি পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী।