
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ জন। শনিবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে ৪০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ঢাকা বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বর্তমানে সংক্রমণের হার তুলনামূলকভাবে কম থাকলেও নতুন করে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলে পরিস্থিতি দ্রুত জটিল হতে পারে। চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, বিশেষ করে বয়স্ক, পূর্ব থেকে অসুস্থ বা যাদের ডায়াবেটিস ও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে—তাদের জন্য করোনার ঝুঁকি এখনও রয়ে গেছে।
এ পরিস্থিতিতে সবাইকে মাস্ক পরিধান, নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি, করোনা সম্পর্কে গুজবে কান না দিয়ে স্বাস্থ্য অধিদফতরের সঠিক তথ্য ও পরামর্শ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।