ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষে’পণা’স্ত্র হা’মলা

কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) স্থানীয় সময় ইরানের পক্ষ থেকে কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে এ হামলা চালানো হয়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরাক ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একযোগে হামলা শুরু করেছে ইরান।

এদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে তারা সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত ঘাঁটি, যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

তবে এই হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পাওয়ার জন্য যোগাযোগের চেষ্টা চলছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *