গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃ’ত্যু, নতুন ভর্তি ৩৯২ জন

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১২৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৮০ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরের অঞ্চলে ৩১ জন, ঢাকা উত্তর সিটিতে ২২ জন, দক্ষিণ সিটিতে ৬৪ জন, খুলনা বিভাগে ২৫ জন, রাজশাহীতে ৪১ জন, ময়মনসিংহ ও রংপুরে একজন করে রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮ হাজার ১৫০ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৪ জন।

এর আগে, রোববার (২২ জুন) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২৯ জন হাসপাতালে ভর্তি হন এবং একজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন এবং মশক নিধনে যথাযথ ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *