চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে ফের যমুনা অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের

চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দি সদস্যদের পরিবারের পক্ষ থেকে আগামী মঙ্গলবারের মধ্যে চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবি আদায়ে কোনো সিদ্ধান্ত না এলে ফের ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ কর্মসূচি পালনের ঘোষণা এসেছে।

সোমবার (২৩ জুন) রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শেষে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। যদিও এদিন ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও দুপুরের পর তারা শাহবাগ মোড়ে এসে জড়ো হন এবং স্লোগান দিতে শুরু করেন। এ সময় পুলিশের বাধার মুখে সেখানেই অবস্থান নেন তারা, ফলে ওই এলাকায় যানচলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।

এর আগে, সকালেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে একটি মিছিল বের করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

আন্দোলনকারীদের অভিযোগ, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অনেক নিরপরাধ বিডিআর সদস্য এখনো কারাগারে রয়েছেন এবং অনেককেই বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে। সেইসঙ্গে তারা দাবি করেন, ওই ঘটনার তদন্তে গঠিত কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে এবং এর মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল,
২. নিরপরাধদের মুক্তি,
৩. পিলখানা তদন্ত কমিশনকে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়া।

আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *