
মার্কিন সমর্থিত ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় প্রতিশোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে; এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে; এখনও পাচ্ছে।”
গত ১৩ জুন ইরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এর পর থেকেই ইরান পাল্টা জবাব দিতে শুরু করে এবং রাজধানী তেহরানসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।
এদিকে, দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে জানা গেছে, সম্ভাব্য হামলার আশঙ্কায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনিকে বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে তার বাসভবন ত্যাগ করে একটি অজ্ঞাত নিরাপদ স্থানে অবস্থান করছেন এবং সরাসরি যোগাযোগ সীমিত রেখেছেন।
ইসরায়েলের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যেই খামেনির এই প্রতিশ্রুতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।