
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার নাকি প্রধান বিচারপতি—এই সাংবিধানিক বিতর্কে হাইকোর্টে করা রিট আবেদনের চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৭ জুলাই এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
সোমবার (২৩ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই তারিখ নির্ধারণ করা হয়।
এর আগে রাষ্ট্রপতিকে স্পিকার দ্বারা শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। রিটে বলা হয়, বিচার বিভাগের প্রধান হিসেবে প্রেসিডেন্টের শপথ নেওয়া উচিত প্রধান বিচারপতির কাছ থেকে।
এ প্রেক্ষিতে গত ১১ মার্চ হাইকোর্ট রুল জারি করে জানতে চায়, স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পড়ানো কেন অবৈধ হবে না। আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়।
প্রসঙ্গত, সংবিধানের চতুর্থ সংশোধনীর আগে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি একে অপরকে শপথ পড়াতেন। পরে ওই সংশোধনীর মাধ্যমে স্পিকারকে রাষ্ট্রপতি শপথ পাঠ করানোর বিধান যুক্ত করা হয়। পঞ্চম সংশোধনীর মাধ্যমে তা বাতিল হলেও ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে স্পিকারকে পুনরায় রাষ্ট্রপতিকে শপথ করানোর বিধান সংবিধানে যুক্ত করা হয়।
এ বিষয়ে হাইকোর্টের রায়ের দিকেই এখন দৃষ্টি সবার।