ইরানের পা’রমা’ণবি’ক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হা’মলা’র নিন্দা রাশিয়া ও চীনের

আন্তর্জাতিক ডেস্ক | ২২ জুন ২০২৫
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। দুই দেশই এ হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা আরও জটিল করে তুলতে পারে বলে সতর্ক করেছে। খবর আল জাজিরার।

রোববার (২২ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো একটি চরম দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। এটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন।”

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা যুক্তরাষ্ট্রসহ সব পক্ষকে আগ্রাসন বন্ধের আহ্বান জানাই। রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমাধান খোঁজার উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হতে হবে।”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। বেইজিংয়ের ভাষ্য, “যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে। আমরা সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে, দ্রুত যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”

এদিকে, পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার রাশিয়া সফরে গেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ‘গুরুত্বপূর্ণ বৈঠক’ আগামীকাল সোমবার মস্কোয় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *