
ঢাকা, ২২ জুন:
জুলাই গণহত্যার বিচার কার্যকর করতে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২২ জুন) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘বিচার বিভাগের স্বাধীনতা দিবস’ (জুডিশিয়ারি ইনডিপেনডেন্ট দিবস) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “তরুণরা যে স্বপ্ন ও আদর্শ নিয়ে জুলাই অভ্যুত্থান করেছিল, সেই স্বপ্ন পূরণ করা এখন আমাদের দায়িত্ব। দেশ নিয়ে তাদের যে প্রত্যাশা ছিল, তা বাস্তবায়ন সম্ভব—যদি আমরা সঠিক পথ অনুসরণ করি।”
তিনি আরও বলেন, “বিগত বছরগুলোতে বিচার বিভাগ কাঙ্ক্ষিত স্বাধীনতা পায়নি। এখন সে বাস্তবতা বদলাতে শুরু করেছে। বিচার বিভাগকে সত্যিকার অর্থে স্বাধীনভাবে কাজ করতে হলে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য। আমরা ইতোমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করেছি।”
ড. ইউনূস জানান, বিচার বিভাগ বর্তমানে স্বাধীনভাবে কাজ করছে এবং ট্রাইব্যুনালগুলোতেও বিচারকরা মুক্তভাবে দায়িত্ব পালন করছেন। এতে জনগণের আস্থা ফিরছে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উচ্চ আদালতের বিচারপতি, আইনজীবী, মানবাধিকার কর্মী ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।