
তেহরান, ২২ জুন ২০২৫ | সূত্র: এক্স (সাবেক টুইটার)
মার্কিন বাহিনীর সরাসরি হামলার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাল ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT)-র গুরুতর লঙ্ঘন।
রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, “এই হামলার চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে।”
আরাগচি লিখেছেন, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং এনপিটি চুক্তিকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে।”
তিনি হামলাকে “অত্যন্ত লজ্জাজনক” অ্যাখ্যা দিয়ে বলেন, “আজ সকালের ঘটনাগুলো শুধু ইরানের জন্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্যও হুমকি। এর পরিণতি হবে দীর্ঘমেয়াদী এবং চিরস্থায়ী। জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের উচিত এমন অপরাধমূলক ও আইনবহির্ভূত আচরণের বিষয়ে সতর্ক থাকা।”
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “ইরান তার সার্বভৌমত্ব, জনগণের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে।”
বিশ্লেষকদের মতে, আব্বাস আরাগচির এই মন্তব্যের মধ্য দিয়ে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক প্রতিক্রিয়া আরও জোরদার করতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এমন কড়া বার্তা আন্তর্জাতিক অঙ্গনে বড় প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।