
নিজস্ব প্রতিবেদক: বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের (ইসি) বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২১ জুন) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আগামীকাল রোববার (২২ জুন) মামলার আবেদনের কপি নিয়ে প্রথমে নির্বাচন কমিশনে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল। এরপর তারা সকাল পৌনে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলার আবেদন জমা দেবেন।
এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তার সঙ্গে থাকবেন আরও দুইজন সদস্য।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করেন সিইসি কাজী রকিবউদ্দীন আহমেদ, ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচন পরিচালনা করেন কেএম নূরুল হুদা এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সিইসি কাজী হাবিবুল আউয়ালের অধীনে।
দলটি দাবি করেছে, আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত এই তিনটি নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ রয়েছে। এইসব অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়ে তারা মামলা করতে যাচ্ছে।
প্রসঙ্গত, এর আগে অন্তর্বর্তীকালীন সরকারও প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর তদন্তের জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।