ইরানের বিরুদ্ধে যু’দ্ধকে নে’তানিয়াহুর চিরস্থায়ী ক্ষমতার হাতিয়ার হিসেবে দেখছেন বিল ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চিরকাল ক্ষমতায় থাকার লক্ষ্যেই ইরানের সঙ্গে যুদ্ধের কৌশল অবলম্বন করছেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। সম্প্রতি ‘দ্য ডেইলি শো’ নামক এক টেলিভিশন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। খবর আরব নিউজ-এর।

বিল ক্লিনটন বলেন, “নেতানিয়াহু অনেক আগে থেকেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছিলেন। কারণ, এর মাধ্যমে তিনি আজীবন ক্ষমতায় থাকতে পারেন। আমার মনে হয়, গত ২০ বছরের বেশিরভাগ সময়ই তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।”

প্রাক্তন এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনা প্রশমনে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত ছিল। “আমার মনে হয়, আমাদের উচিত এই উত্তেজনাকর পরিস্থিতি প্রশমিত করা। আমি আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প সেই উদ্যোগ নেবেন।”

তবে তিনি মনে করেন না যে নেতানিয়াহু বা ট্রাম্প পুরো মধ্যপ্রাচ্যজুড়ে একটি বৃহৎ যুদ্ধ শুরু করতে চান। বরং ক্লিনটন জোর দেন কূটনৈতিক সমাধানের ওপর এবং মধ্যপ্রাচ্যের মিত্রদের আশ্বস্ত করার প্রয়োজনীয়তার কথা বলেন।

“আমাদের বন্ধুদের বোঝাতে হবে যে আমরা তাদের পাশে আছি এবং সুরক্ষা দেওয়ার চেষ্টা করছি। কারণ, ঘোষণা না দিয়ে যেকোনো যুদ্ধ শুরু করলে সাধারণ জনগণই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন,” বলেন ক্লিনটন। তিনি আরও যোগ করেন, “মানুষ শুধু শান্তিতে বাঁচতে চায়— এটা যেন ভুলে না যাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *