ইরানের ইসফাহানে পার’মাণবিক স্থাপনায় হাম’লার দাবি ইস’রায়েলের, নিশ্চিত করেছে আইএইএ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে তথ্যটি প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে— তারা ইসফাহানের একটি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে।

এ প্রসঙ্গে আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে সেন্ট্রিফিউজ উৎপাদনকারী একটি কর্মশালায় আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী। এটি চলতি মাসের ১৩ জুনের পর তৃতীয়বারের মতো ইরানের কোনও পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা।

তবে গ্রোসি স্পষ্ট করে বলেন, “আঘাতপ্রাপ্ত স্থাপনাটিতে কোনো পারমাণবিক উপাদান ছিল না। ফলে হামলার কারণে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা নেই।”

এর আগের দিন, শুক্রবার (২০ জুন) গ্রোসি এক বিবৃতিতে জানান, সংস্থার কাছে এমন কোনো প্রমাণ নেই যা নিশ্চিত করে যে, ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টায় সক্রিয়ভাবে লিপ্ত রয়েছে।

এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *